করোনায় বাঁচো আশায় নাকি যুদ্ধে !
পৃথিবীতে মহামারীর ইতিহাস নতুন নয় ।যুগে যুগে মহামারী এক আতংকের নাম । প্রতিটি সম্মুখ এ যুদ্ধে মানুষ ই জয়ী । কিন্তু তা অনেক মূল্যবান প্রাণের বিনিময়ে । COVID-19 মহামারীর এক নতুন সংযোজন মাত্র । প্রযুক্তিতে আমরা এগিয়েছি অনেক পথ কিন্তু তা মহামারীর মোকাবেলায় মনে হচ্ছে ক্ষীণ গতির । সময় এসেছে আমাদের বিশ্ব একতার। কারন সব কিছুর বিনিময়ে ও জীবন মূল্যবান ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক আস্থার নাম ।আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি তাদের নির্দেশনার জন্য এবং নতুন আশার আলোর অপেক্ষায় ।
টিকা আবিষ্কারের খুব কাছাকাছি আমরা।মনে হয় আশার আলো দূর থেকে হাতছানি দিচ্ছে। টিকা আবিষ্কারের দৌড়ে এগিয়ে আছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়াল এর পথ ও কিন্তু সহজ নয়।
টিকা আবিষ্কারের পরের ধাপটি বেশ কঠিন।কেননা সবার টিকা নিশ্চিত করা এক চ্যালেঞ্জ।এখানে জয়ী হতে হলে আমাদের দিতে হবে মানবিকতার পরিচয় ।
আজ আমরা এত কাছাকাছি এসেও কি হেরে যাব ? সামাজিক দূরত্ব কে কি আমরা অবহেলা করব? হাঁচি ও কাশির শিষ্টাচার কি আমরা মেনে চলব না? না, আমরা ঘুরে দারাবই ।এসব কিছুই আমরা আমাদের অভ্যাসে পরিনত করে, প্রতিনিয়ত যুদ্ধ করে যাব ।
Hope to live in Corona or war!
The World Health Organization is a name of trust. We look forward to their guidance and to the light of new hope.

0 Comments