করোনায় বাঁচো আশায় নাকি যুদ্ধে !

       পৃথিবীতে মহামারীর ইতিহাস নতুন নয় ।যুগে যুগে মহামারী এক আতংকের নাম । প্রতিটি সম্মুখ এ যুদ্ধে মানুষ ই জয়ী । কিন্তু তা অনেক মূল্যবান প্রাণের বিনিময়ে । COVID-19 মহামারীর এক নতুন সংযোজন মাত্র । প্রযুক্তিতে আমরা এগিয়েছি অনেক পথ কিন্তু তা মহামারীর মোকাবেলায় মনে হচ্ছে ক্ষীণ গতির । সময় এসেছে আমাদের বিশ্ব একতার। কারন সব কিছুর বিনিময়ে ও জীবন মূল্যবান ।

         



  বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক আস্থার নাম ।আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি তাদের নির্দেশনার জন্য এবং নতুন আশার আলোর অপেক্ষায় ।

            টিকা আবিষ্কারের খুব কাছাকাছি আমরা।মনে হয় আশার আলো দূর থেকে হাতছানি দিচ্ছে। টিকা আবিষ্কারের দৌড়ে এগিয়ে আছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়াল এর পথ ও কিন্তু সহজ নয়।

       


   টিকা আবিষ্কারের পরের ধাপটি বেশ কঠিন।কেননা সবার টিকা নিশ্চিত করা এক চ্যালেঞ্জ।এখানে জয়ী হতে হলে আমাদের দিতে হবে মানবিকতার পরিচয় ।

           আজ আমরা এত কাছাকাছি এসেও কি হেরে যাব ? সামাজিক দূরত্ব কে কি আমরা অবহেলা করব? হাঁচি ও কাশির শিষ্টাচার কি আমরা মেনে চলব না? না, আমরা ঘুরে দারাবই ।এসব কিছুই আমরা আমাদের অভ্যাসে পরিনত করে, প্রতিনিয়ত যুদ্ধ করে যাব ।

Hope to live in Corona or war!

            


The history of epidemics in the world is not new. People have won every battle. But it is in exchange for many precious lives. COVID-19 is just a new addition to the epidemic. We have come a long way in technology but it seems to be slow in dealing with the epidemic. The time has come for our world to unite. Because life is precious in exchange for everything.


The World Health Organization is a name of trust. We look forward to their guidance and to the light of new hope.
We are very close to the discovery of vaccines. It seems that the light of hope is shining from afar. China, the United States, the United Kingdom, and Russia are leading the race for vaccine discovery. The path to clinical trials is not easy.

The next step in the discovery of vaccines is quite difficult. Because it is a challenge to ensure that everyone is vaccinated. To win here, we have to give the identity of humanity.
Will we lose even if we come so close today? Who are we to ignore social distance? Do we not follow the etiquette of sneezing and coughing? No, we will turn around. All these things we make our habit, we will always fight.