কবিতাঃ করোনা যুদ্ধ
মহামারী করোনা
এই যুদ্ধ আজ নয় নতুন
যুগে যুগে মহামারী
বাড়িয়েছে কষ্ট, ভুগিয়েছে আমাদের
যুদ্ধের এ ক্ষেত্র
হয়েছে কঠিন থেকে কঠিনতর
ছাড়িনি আমরা এই ময়দান
লড়েছি আমরা, দিয়েছি কোটি প্রাণ
তবু এ যুদ্ধে, করেছি আমরা শপথ
লড়ব এ যুদ্ধ শেষ অবধি
জানি আধারের শেষে আলো
হবে আমদের ই।
Poem: Corona Fight
Poet : Kazi Aminul Islam
--------------------------------------
Pandemic Corona
This war is not new today
Diseases throughout the ages
Increased suffering, suffered us
This is the field of war
Has become harder and harder
We did not leave this ground
We fought, we gave millions of lives
Yet in this war, we have sworn
We will fight till the end of this war
we know at the end of the darkness
The victory will be ours.
0 Comments