কবি ঃ কাজী আমিনুল ইসলাম
----------------------------------------
ইচ্ছে হলে
হব আমি দেশের প্রধানমন্ত্রী
বসবে এবার রাজ্যসভা
সকাল, দুপুর, রাত্রি
করব আমি কড়া আদেশ
দেশের যত ছুটি ছাটা
পাঠাব আমি বিদেশ
শ্রমিক, কৃষাণ তোমরা শোন
পরিশ্রমের মূল্য পাবে
কাড়ি কাড়ি বেতন পাবে
আমি তো নই দুষ্ট রাজা
কথায় কথায় দেব না সাজা
তাই ইচ্ছে গুলো ইচ্ছে করে
ভালবাসা সবার মাঝে
বিলিয়ে দেই উজার করে।
0 Comments