কবিতা ঃ আসছে টিকা
কবি ঃ কাজী আমিনুল ইসলাম
------------------------------------------
বসে আমি
ভাবছি শুধু
আসছে টিকা
যখন তখন
স্বপ্নে দেখি
নিচ্ছি টিকা
মাঞ্জা মেরে হাটে ঘাটে
চলছি আমি বুক ফুলিয়ে
করছি শুধু আড্ডাবাজি
তুলছি যে ঝড় চায়ের কাপে
ভেবে আমি বেজায় খুশি
বেঁচে আছি বিশ্বাসে তাই
আসছে টিকা।
Poem: The vaccine is coming
Poet : Kazi Aminul Islam
-------------------------------------
I am sitting here
Just thinking
The vaccine is coming
When then
I dream
I'm getting vaccinated
walking freely here and there
gossiping and taking tea with friends
I am alive in this belief
The vaccine is coming.
0 Comments